মনে হয় যেন,
মাতৃগর্ভে এখনো।
মনে হয় সব কিছু
যেন এক জটিল ধাঁধা।
কোনো প্রশ্নের সদুত্তর
পাওয়া হয়নি এখনো।
ঝুলন্ত পর্দার আড়ালে,
সম্পর্কগুলো মাঝপথে
শূন্যে দোদুল্যমান;
যেন কোনো এক অশরীরী
কম্পমান ছায়ার মতো কাঁপে।
মনে হয় যেন,
মাতৃগর্ভে এখনো।
মনে হয় সব কিছু
যেন এক জটিল ধাঁধা।
কোনো প্রশ্নের সদুত্তর
পাওয়া হয়নি এখনো।
ঝুলন্ত পর্দার আড়ালে,
সম্পর্কগুলো মাঝপথে
শূন্যে দোদুল্যমান;
যেন কোনো এক অশরীরী
কম্পমান ছায়ার মতো কাঁপে।