আয়নায় ধর্ষিতা নারীর মুখ
অসহায় হরিণীর চোখ
বেধে রাখে মায়ার বাধনে।
যায় না মুছে,
অতীতের মোটা দাগ।
শব্দ ও বাক্যের অন্তরালে
অন্তর্মুখী শ্রোতে লুক্কায়িত,
ক্রমাগত অস্পষ্ট
আর অনিশ্চিত জীবন।
প্রত্যক্ষদর্শীর চোখে
অর্থহীন শূন্যের অনুসৃতি।
শূন্য আঙ্গিনায় কলা গাছ।
ভয়াবহ অন্ধকারে
আলোর আচ্ছাদন।
স্বর্ণালী-ধূসর মেঘের চূড়া;
কখনো কমলাভ,
কখনো ফ্যাকাশে।