শুধু দাও, নিও না কখনো।
তুমি কি মনে করো
পৃথিবী থেকে নেবার কিছু আছে?
সত্যিই মনে করো কি, এ কথা তুমি?
নিয়ে তুমি যাবেটা কোথায়?
পৃথিবী যদি ফেলার জায়গা হয়
দেওয়ার জায়গা হয়, তবুও তার –
কোনো একটা অর্থ বোঝা যায়।
যখন সবাই শুধু – নিতে-ই চায়,
দিতে তো চায় না কেউ।
এমন এক পৃথিবীতে, কী নেবে?
নেবেটা কোথায়? কে দেবে তোমাকে?
তাহলে দুনিয়ার মানেটা, কী দাড়ালো?
কী দাড়ালো সব কিছু?
ভালোভাবে দেখ ভেবে –
নেবার মতন কিছু আছে কী এখানে?
তোমার অন্তরকে জিজ্ঞেস করো,
হৃদয়টা খুড়ে দেখ –
কোনো উত্তর পাও কি-না, সেখানে।