প্রতিটি প্রচেষ্টাতেই হতাশা,
ঝুলে থাকে;
হতাশা, ব্যার্থতা, অসাফল্য
বন্ধুর মতন এখন।
মনে হয়, এতগুলো বছর শেষে,
কেন হলাম না পাখী?
গাছে গাছে ডালে ডালে,
যুথবদ্ধ প্রাণের পাখীটির সাথে;
তার সাথে উড়াউড়ি করে
কেটে যেতে পারত দিন-রাত।
পাখীদের প্রেম তো
ব্যার্থ হয় না জানি। তারা উড়ে
ডালে ডালে শাখায়-প্রশাখায় ।
উড়ে যায় এক সাথে
আকাশের অনেক উঁচু দিয়ে।
তাদের ছোট ছোট প্রেম
ছোট ছোট সাফল্য
রয়ে যায় তাদেরই সাথে।
আমাদের মত নয়,
যারা ম্লান মুখে চেয়ে থাকে
আকাশের পানে,
নিজেকে প্রশ্ন করে:
কেন হলাম না পাখী ?