মুহূর্তগুলো কৃষ্ণগহ্বরের মতো।
স্বপ্নগুলো বাঁধে বাসা অন্ধকারে;
মনে হয়, যেন এক্ষুনি উড়ে যাবে।
এই অন্ধকার পার হওয়া যাবে,
হয়তবা; যদি হও ধৈর্যের রাজা।
এমন ঘনায়মান অন্ধকারে –
তোমার গলার স্বর,
কাজ করে ওষুধের মতো।
দুনিয়ার যত ব্যক্তি, যত বস্তু;
তোমার তুলনায় নয় কিছু।