পাতা-ঝরা দিনের শেষে,
শুষ্ক পত্রের মতো
এক জীবনের আকাশে –
অতীতের বিচূর্ণ স্মৃতি।
এত বেশী বিচূর্ণ,
এত বেশী দ্রবীভূত;
যেন বহুকাল আগে দেখা
কোনো স্বপ্নের মতো।
আর আগের মতো নয়
অতীতের স্থানগুলো,
মানুষগুলো।
কল্পনার জালে বাধা,
স্মৃতিও দিচ্ছে ধোঁকা।
চৈত্রের কোনো এক দিনে
শেষ হয় পাতা ঝরার পালা।
জীবনের পাতা ঝরা
শেষ হয় না তখনো।