Make a difference by posting your own unique contents

পরী

অক্ষরও শব্দ করে হাসে।
কন্ঠস্বর নিম্নমুখী,
শব্দ প্রস্রবনের মতো ঝরে।
উরুতে দেখি
এক ডাকিনীর আচড়;
ঘাড়ে ও গলায়
আর কব্জির উপরে,
সূচাগ্র নখড়ে সে
ভালোবাসার কথা বলে।
আর নিঃশব্দে হাসে।
সশব্দে দরজা বন্ধ করে
এসে বিছানায় বসে।
চৈত্রের খর রৌদ্রের দুপুরে
আলোও শব্দ করে হাসে।

Share Now:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *