Make a difference by posting your own unique contents

পার্থিব

জীবনের কিছুটা মিষ্টি, কিছুটা তিক্ত
পদ্মপাতায় বাষ্পীভূত জলের বিন্দু;
সৌন্দর্য রঙ, আর প্রেম তার স্বাদ।
দ্রুত অপসৃয়মান স্বপ্নের ম্লানিমায়,
আত্মার অনুসন্ধানী আলো;
আর মরুভূমিতে অন্তরীণ, ক্লান্ত হৃদয়।
শুধু মনে হয়, গন্তব্য কোথায়?
মৃতের এ শহরে রোদে পোড়া ঘাসের মতো,
ঘর-বাড়ীগুলো যেন। আমাদের পরিচয় কি,
হবে না কখনো? পৃথিবীতে মানুষের জীবন,
আকাশে মেঘের মতো। প্রতিটি ঘর,
প্রতিটি বাড়ী; খোলা কোনো স্থানের মতো।
প্রত্যাশার সাগরে ভাসা আমাদের আশাগুলো,
জলে ভাসা ভেলা যেন। আকাশের হরেক রঙ,
সে-ও তো নীল হয়। চায়ের কাপের ধোঁয়া,
বাতাসে লীন হয়। কখনো চেয়ার নিয়ে বসি উঠোনে,
বৃষ্টিতে ভিজি; কখনো চৌবাচ্চায় ছিটকে পড়ে ডুবে যাই।
বৃষ্টিমাখা স্বপ্নের কিছু মিষ্টি সময়। আর কিছু নয়।
আর কিছু নয়। যা থাকে, তার ছয় ভাগ থাকে কুয়াশার মেঘে;
বাকি এক ভাগ, দেখি। শুধু মনে হয়, গন্তব্য কোথায়?
মৃতের এ শহরে তুমি-আমি মৃত বলে
আমাদের পরিচয় কি হবে না কখনো?

Share Now:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *