সমতলে সচিবালয়ে আগুন,
পাহাড়ে বসতি পুড়ে ছাই
পৌষের কনকনে শীত রাতে
তুমি কাছে নাই
আমি একলা ঘুমাই।
আমি ভয় পাই, খুব ভয় পাই।
এক ফ্যাসিস্ট দেশান্তরে,
অন্যজন বাজায় সানাই
আমি কোথায় যাই?
পৌষের হিম শীতে
তুমি কাছে নাই
আমি একলা ঘুমাই।
আমি ভয় পাই, খুব ভয় পাই।।