Make a difference by posting your own unique contents

বিভ্রম

ক্লান্তিকর অধ্যায়ের পর অধ্যায় ঠেলে

আত্মার প্রতিবিম্ব আত্মায় ফেলে

কোথায় চলেছি আমি?

দেখা হয়, জানা হয়; তবুও,

আসলে জানা হয় না কিছুই।

রাত সবটুকু রস নিংড়ে নেয়, স্বপ্নের;

সকালে শুধু একটা কংকাল।

শুধু তার সাদা দাঁতের হাসি।

আর সয়তানের স্পর্শ,

মনের গভীরে থাকে জেগে।

Share Now:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *