কত দিন আগে দেখা,
রোদেলা দুপুরে।
রোদে রোদে
কত না কুজন।
সব রোদেলা দুপুর
আর সব রোদ
রোদেলা দুপুরে
হল শেষ রাতের আধারে।
উঁচু এক আকাশের চাঁদে
যে স্বপ্নটা একেছিলে,
সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল
শেষমেষ।
সব চাঁকের মধু
চেখে দেখা হল শেষ।
সব চাঁকের মধু
শেষমেষ মনে হল,
তিতে বেশ।
সব লক্ষ্য শেষমেষ
যেন দিগন্তের মতো।
যত দূর যাও না কেন,
ধরা দেয় না কখনো।