সব কিছু পেছনে যায়,
অথবা হারিয়ে যায়।
যে পথে চলে আসা
সে পথে যায় না ফেরা আর;
মাঝখানে তার,
কঠিণ দেয়াল আঁকা থাকে।
চারপাশে শিথিল অনুভূতি,
জাগ্রত শিথিল সময়ে।
গলিত কাঁচের ঘরে
কেটেছে জীবন মানুষের,
আলোর সীমানা পার হয়ে।
অভিজ্ঞতায় সমৃদ্ধ জীবনে,
সময়ের রাশ টেনে ধরে
ভয়াবহ দূর্ঘটনার রাত।
সময়ও থমকে যায়
ভয়াবহ দূর্ঘটনার রাতে।
হাজার বছর ধরে
থমকে থাকে ঝুলন্ত জুতা।
হাজার বছর ধরে
বির্তক মানুষের।
বিতর্ক ছাড়া সে,
জানে না কিছুই।