শূন্য গৃহে বৃষ্টিস্নাত ঘর, একের পর এক;
সেখানে কিছু ছিল, অথবা ছিল না;
যা ছিল তা ছিল দৃষ্টির আড়ালে।
আয়ত্তের সীমানা ছাড়িয়ে
অনেক দূরে, কোথাও হয়ত কিছু ছিল।
স্বপ্নে ভবিষ্যতের ছবি তাড়া করে ফেরে
স্মৃতির অন্ধকারে একা নিঃশব্দ অতীত!
সবুজ চিঠির খাম হারালো উঠোনে;
শান্তি এসে অলিন্দে দাড়ালো তখন।