আবর্জনা আর ময়লায় ঠাসা এক জীবনে
তোমার কি মূল্য? কি মূল্য আমার?
সব কিছু শেষ হয় আবর্জনার স্তূপে;
ময়লা আর ধূলা জমে ওঠে
অপ্রয়োজনীয় আসবাবের ফাঁকে আর ফোঁকড়ে।
আবর্জনার স্তুপে নিশ্চল জলাধার;
বুঝি বা এই ঘুম-ঘুম শীত রাতে
গাঢ় কালো ওভারকোটে জড়িয়েছে কেউ তাকে।
যত দিন যায়, ময়লা আর আবর্জনা বাড়ে তত,
যেভাবে চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ে।
এখানে আমরা মিলবো কোথায়?
যেদিকেই তাকাও না কেন
বিপদের কালো মেঘ, ধোয়াশা-কুয়াশা।